স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি।
সমাবেশে বক্তব্যে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ওসমান হাদিকে রক্ষা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক ধরার নামে পুরস্কার ঘোষণা করে বিষয়টিকে তামাশায় পরিণত করেছেন। এমন একজন উপদেষ্টার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই।’
তিনি বলেন, ‘আমি রাকসু জিএস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করছি। যে বা যারা এই পদত্যাগ বাস্তবায়ন করতে পারবেন, তাদের আমি এই পুরস্কার দেব।’এর আগে বিকেল ৩টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে এ সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, সমাবেশ শুরুর আগেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল। দুপুরের পর থেকেই মঞ্চ প্রস্তুত, চেয়ার সাজানো এবং ব্যানার-ফেস্টুন টানানোর মধ্য দিয়ে সমাবেশের আয়োজন সম্পন্ন করা হয়। এ সময় গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে হামলার প্রতিবাদ জানানো হয় এবং সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয়।
সমাবেশে অংশ নেওয়া অনেক নেতাকর্মী হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।আয়োজকরা জানান, এই সমাবেশের মাধ্যমে হামলার ঘটনার প্রতিবাদ জানানো এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান জানানোই তাদের লক্ষ্য। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি এবং এ লক্ষ্যে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত একটি রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।