শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ, তাকে ব্যাখ্যা দিতে হবে: জামায়াত আমির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশ যখন সমবেদনা প্রকাশ করছে, তখন প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে তারা ক্ষুব্ধ। তিনি বলেন, সিইসিকে তার অবস্থান ও বক্তব্যের যথাযথ ব্যাখ্যা দিতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘সরকার ওসমান হাদির চিকিৎসা ও সুরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছেন, যা আমরা স্বাগত জানাই। তবে যখন এমন তরুণ বিপ্লবীরা আহত হবে বা মৃত্যুর মুখে যাবে, তখন সরকার শুধু প্রতিক্রিয়া দেবে—আমরা এটা চাই না।’তিনি বলেন, ‘যেই তরুণরা দেশের জন্য বিজয় এনেছে, এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই।’

ডা. শফিকুর রহমান দুষ্কৃতকারীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা জাতিকে ভয় দেখানোর জন্য ব্যক্তিগত হামলা চালাচ্ছে, তাদের প্রত্যেকটি বুলেটই জাতিকে নতুনভাবে শক্তি দেবে, ইনশাআল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদের সঙ্গে অন্যরা আপোষ করতে পারে, কিন্তু জামায়াত কখনো আপোষ করে না। আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না।’

তিনি বলেন, ‘২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান এখন শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের হৃদয়ের অংশ। যেমন আমরা ২৪-এর সম্মান রাখব, তেমনি ৭১-এর মুক্তিযুদ্ধকেও আমরা শ্রদ্ধা জানাব।’সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি আমাদের বক্তব্য পছন্দ না হয়, পুরো প্রকাশ না করলেও চলে, কিন্তু খণ্ডিতভাবে তুলে ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। ন্যায্য ও সত্য সমালোচনা আমরা স্বাগত জানাই, তবে জাতির ক্ষতি হওয়ার মতো সাংবাদিকতা আশা করি না।’

এর আগে সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে কোথায়? মাঝে মাঝে দু-একটি খুনখারাবি ঘটে, যা স্বাভাবিক। ওসমান হাদির ওপর যে ঘটনা ঘটেছে, আমরা এটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি। নির্বাচনকালীন সময়ে এই ধরনের ঘটনা অতীতে সব সময়ই ঘটেছে। তাই বাংলাদেশে আইন-শৃঙ্খলার অবস্থা মোটেও খারাপ নয়।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102