আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা, আন্তর্জাতিক উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও লেখক কাজী এনায়েত উল্লাহ। বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী হিসেবে স্থানীয়রা তাকে এমপি হিসেবে দেখতে আগ্রহী।
আশির দশকে ফ্রান্সে উচ্চ শিক্ষা গ্রহণের পর কাজী এনায়েত উল্লাহ বিবিধ অর্থনৈতিক কার্যক্রমে মনোনিবেশ করেন। ক্রমান্বয়ে তিনি রেস্টুরেন্ট, ট্রাভেলিং, রিয়েলস্টেট এবং পারফিউম ব্যবসায় বিশেষ সাফল্য অর্জন করেন। প্রবাস জীবনে তার নেতৃত্বের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়েও প্রতিপন্ন হয়েছে।
তিনি ইউরোপের বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (AYBA) এর প্রতিষ্ঠাতা মহাসচিব। এছাড়া তিনি দেশের অর্থনৈতিক এবং সামাজিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক লবিং গ্রুপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কাজী এনায়েত উল্লাহ বলেন, ‘আমার প্রিয় জন্মভূমি ও জন্মস্থানের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ আমার জন্য অত্যন্ত জরুরি। প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি দায়িত্ব পালন করতে চাই। প্রচলিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে বাস্তবসম্মত কার্যকলাপ ও সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করাই আমার লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘এলাকার সার্বিক উন্নয়ন এবং প্রবাসীদের দাবি-দাওয়া আজ অনেকাংশে উপেক্ষিত। নির্বাচিত হলে এই দুটি বিষয়কে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে প্রবাসী রেমিট্যান্স। দীর্ঘ প্রবাস জীবনে বিভিন্ন দেশে প্রবাসীদের দাবি ও অধিকার আদায়ের জন্য কার্যক্রম প্রমাণ করে আমার দেশের মানুষদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং দায়বদ্ধতার অঙ্গীকার।’
কাজী এনায়েত উল্লাহ আশা প্রকাশ করেছেন, ঢাকা-১৭ নির্বাচনী এলাকার বাসিন্দারা যদি তার ওপর আস্থা রাখতে পারেন এবং ভোট দিয়ে জয়ী করতে সাহায্য করেন, তাহলেই দেশের জাতীয় জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে। তিনি সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।