ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেই বাইকটির ‘মালিক’ আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম দিদারুল আলম।
সহকারী পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
শনিবার বিকেলে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে র্যাব। এরপর সোমবার সকালে তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়।হাদিকে গুলির ঘটনায় কোনো মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে চার কারণ উল্লেখ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার এসআই সামিম হাসান।
শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়।
চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে তার মাথায়।হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো ‘অত্যন্ত আশঙ্কাজনক’।