সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সদস্য শাহাদাত বরণ করেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়তে ইসলামী।
দলের আমির ডা. শফিকুর রহমান রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে জানান, ১৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে সুদানের আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হন। হামলায় ছয়জন নিহত ও আরও আটজন গুরুতর আহত হন।
জামায়াতের আমির বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ওপর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। তিনি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং শহীদদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, শান্তিরক্ষীদের এই আত্মত্যাগে বাংলাদেশ বীর জাতি হিসেবে গর্বিত।শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করে চলেছে। কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর, আফ্রিকার সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদানসহ জটিল পরিস্থিতিতে বাংলার শান্তি সেনারা দক্ষতা ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ অর্জন আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অকুতোভয় সেনাদের সাহস ও ধৈর্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা ও সুনাম আরও দৃঢ় করেছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী এখন একটি ‘ব্র্যান্ড নেম’ হিসেবে স্বীকৃত।
জামায়াতের আমির বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অমূল্য অবদান রাখবে। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশ সরকার ও জাতিসংঘের কাছে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।