বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

পটুয়াখালী-২ আসনে এনসিপির প্রার্থী মুজাহিদুল ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।জানা গেছে, মুজাহিদুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০০৮ সালে এলএলবি (অনার্স) এবং ২০০৯ সালে এলএলএম পাস করেন। এরপর বাংলাদেশ সুপ্রিম কোর্টে ১০ বছরের অধিককাল তিনি আইন অনুশীলন চালিয়ে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তিনি সর্বদলীয় বাউফল উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।মনোনয়ন পাওয়ার পর মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘বাউফলের মানুষের উন্নয়নে কাজ করাই আমার প্রধান অঙ্গীকার। স্বাস্থ্যসেবায় আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত ডাক্তার-নার্স নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষা বিস্তার এবং কৃষক-মৎস্যজীবীদের ন্যায্যমূল্য ও বিশেষ সুবিধা প্রদান—এই তিন খাতেই বড় ধরনের পরিবর্তন আনতে চাই।’

তিনি আরও বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও বাসযোগ্য বাউফল গড়ে তুলব।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102