বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

দুর্নীতিমুক্ত ও জনবান্ধব বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

দেশের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক দল, প্রশাসন ও তরুণ প্রজন্মকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ড. শফিকুর রহমান বলেন, ‘জাতীয় জীবনের প্রতিটি স্তরে দুর্নীতি আমাদের সম্ভাবনাকে গ্রাস করছে। জনগণের অধিকার লঙ্ঘন, প্রশাসনের অকার্যকারিতা, রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন এবং সামাজিক বৈষম্যের মূল শেকড় হলো এই দুর্নীতি। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সই আজকের সময়ের সবচেয়ে বড় দাবি, সবচেয়ে বড় জনআকাঙ্ক্ষা।’

জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে পরিচ্ছন্ন, নৈতিক ও স্বচ্ছ রাজনীতির শক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সকল বৈষম্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার ছিলাম এবং থাকব।’তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে। দেশের মানুষ শৃঙ্খলা, ন্যায়, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে ক্ষমতা নয়, যোগ্যতা কথা বলবে; স্বজনপ্রীতি নয়, সৎ মেধার প্রতিফলন ঘটবে; এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হবে।’

ড. শফিকুর রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনপ্রত্যাশার নতুন এই অধ্যায়ে প্রশাসনকে হতে হবে ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ, দায়িত্বশীল ও জনবান্ধব। দক্ষতা, যোগ্যতা ও সততার ভিত্তিতে একটি আধুনিক, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে, যা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেবে।’

দেশের সব স্তরের মানুষকে দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আসুন, জুলাই বিপ্লবের চেতনায়, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং দুর্নীতিমুক্ত, জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ে তুলি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102