চাঁদখালীতে কালী পূজার অনুষ্ঠানে স্বয়ং হাজির হন কাজী আলাউদ্দিন সাহেব এবং সংক্ষিপ্ত অনুষ্ঠানের বক্তৃতায় কাজী আলাউদ্দিন বিগত সময়ে এমপি থাকাকালীন যে উন্নয়নমূলক কাজ করেছেন সে সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন আমি উপজেলা কয়েকটি স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলাম। যার সুফল এলাকার মানুষ ভোগ করছে। রাস্তাঘাট সেতু সহ অনেক কিছু নির্মাণ করেছিলাম।
কাজে আলাউদ্দিন বিগত তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাতৃত্বশীল আচরণের কথা বলেন। দেশের এই ক্রান্তিলগ্নে তিনি মনে করেন একমাত্রই বিএনপিই পারে দেশকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে। যদি ধানের শীষ প্রতীক জয়ী হয়,তবে হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে তিনি চাঁদখালী কালী মন্দিরের সভাপতির হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং ভবিষ্যতে জয়লাভ করলে মন্দিরের সংস্কারের ঘোষণা দেন।
এলাকার মানুষ মনে করেন কাজী আলাউদ্দিন সাহেব যদি তাদের চাহিদা পূরণ করতে পারেন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তবে তারা ব্যালটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানাবেন।