শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

কপালে গুলি খেয়েছি, তবুও মাথা নত করিনি: এ্যানি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আমি বারবার নির্যাতনের শিকার হয়েছি, কারাবরণ করতে হয়েছে। ছাত্রজীবনে কপালে গুলি খেয়েছি, তবুও অন্যায়ের কাছে মাথা নত করিনি।

রাজনীতি করতে গিয়ে শুধু আমি একা নয়, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা কি আমাদের দমিয়ে রাখতে পেরেছে? আমরা টানা ১৭ বছর অত্যাচার ও নির্যাতন সহ্য করেছি। এমনকি এই নির্যাতনের শিকার হয়েছে আমার দুই ছেলেও।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-৩ (লক্ষ্মীপুর সদর) আসনের লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ-রব উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এ্যানি চৌধুরী বলেন, সমাজ গঠনে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের সচেতনতা একটি সমাজকে আলোকিত করতে পারে। কৃষিকাজ থেকে শুরু করে সব অঙ্গনে নারীদের ভূমিকা আজ প্রশংসিত হচ্ছে।

খালেদা জিয়ার রোগমুক্তি প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বছরের পর বছর বিএনপির আপসহীন নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হয়নি।

এমনকি খাবারের সঙ্গে বিষজাত দ্রব্য ব্যবহার করা হয়েছে, যাতে তিনি সুস্থ হয়ে না উঠতে পারেন। বর্তমানে বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকনসহ আরও অনেকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102