সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে- আশরাফুল ইসলাম রাজু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

নুর আলমগীর অনু, কালীগঞ্জ থেকেঃ মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক বন্ধ ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজু।

তিনি ২৯ শেষ আগস্ট ( শনিবার) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে স্থানীয় যুব সমাজের উদ্দ্যেগে মরহুম আলাউদ্দিন আহমেদ এল ই ডি মনিটর শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অ্যাড.মশিউর রহমান,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মদাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল।আরও উপস্থিত ছিলেন-মোঃ মাহাবুবার রহমান, মোঃ মশিউর রহমান প্রমুখ।

খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.মশিউর রহমান বলেন,মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমাদের সোনার ছেলেরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছে। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব। উক্ত ফাইনাল খেলায়- সিনিয়র একাদশ ভোটমারী দলকে হারিয়ে গাগলার পাড় সেভেন স্টার দল জয়লাভ করে।

 

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102