শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

আওয়ামী লীগকে বাংলাদেশে নয়, কলকাতায় নির্বাচন করতে হবে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আওয়ামী লীগকে বাংলাদেশে নয়, কলকাতায় নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, জনগণের ক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে তারা কলকাতায় অফিস খুলেছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান গুরুত্বপূর্ণ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলকে লালকার্ড দেখানোর ক্ষমতা না থাকলে এই কমিশন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু না হলে ভয়াবহ সঙ্কটের দিকে যেতে হবে।

তিনি বলেন, জুলাই সনদে সই না করলে গণ-অভ্যুত্থানের কিছু অর্জনের স্বীকৃতি মিলবে না। পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, চলমান ব্যবস্থা ব্যর্থ হয়েছে। কিন্তু, পিআর পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে সংসদ ঝুলে যেতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102