শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন অর্থহীন : জামায়াত সেক্রেটারি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুই বছর পর নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে—এমন সুযোগ নেই। বরং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন দিতে হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে “জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, জনতার অবদান ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদে শিক্ষক-ছাত্রদের অবদান উপেক্ষিত হয়েছে এবং এটি একটি দলের একক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ঘোষণাপত্রে শিক্ষক ও ছাত্রদের অবদান নতুন করে অন্তর্ভুক্ত করতে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সনদকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত। তবে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102