জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম রংপুরের তারাগঞ্জে অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবেই ইসলাম বিদ্বেষী, কারণ স্বাধীনতার পর তিন মাস কোনো মসজিদে আজান হয়নি, মাদ্রাসা ও এতিমখানা বন্ধ করে দেয়া হয়েছিল।
ইসলাম নিধনে তারা নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে আলেম-ওলামাদের দমন করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও যুবকরা একত্রিত হয়ে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, যা রক্ষায় যুবকদের প্রধান ভূমিকা পালন জরুরি।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে জঙ্গি নাটক সাজাতো এবং ইসলামিক পক্ষের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে। জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে মিথ্যা যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি ও জেল খেটে মৃত্যু হয়।
এটিএম আজহার নিজেও মিথ্যা মামলায় গৃহবন্দী এবং ফাঁসির রায় পেয়েছিলেন, কিন্তু বর্তমানে জীবিত আছেন।
ভারতের প্রসঙ্গে তিনি বলেন, ভারত তিন দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে, সবসময় নিজের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশকে ব্যবহার করে। তিস্তার পানি দিয়ে ভারত বন্যা ও খরার সময় বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে, তাই ভারতের প্রতি সাবধান থাকতে হবে।
সমাবেশে জেলা জামায়াতের আমির, উপজেলা ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।