জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের গণ-অভ্যুত্থান তরুণদের নেতৃত্বে সংঘটিত হয়েছে। তরুণদের ওপর আস্থা রেখে মানুষ রাজপথে নেমেছিল। তিনি এ তরুণদের জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
শনিবার রাতে কিশোরগঞ্জের পুরান থানায় অনুষ্ঠিত পথসভায় নাহিদ বলেন, “কিশোরগঞ্জবাসী রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত। এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি শেখ হাসিনার কাছে বাংলাদেশ তুলে দিয়েছিল।”
তিনি আরও বলেন, “তরুণরা দেশের চালিকাশক্তি। তাদের শক্তি কাজে লাগানো না হলে বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা কিশোরগঞ্জকে এনসিপির শক্ত ঘাঁটিতে রূপ দিতে বিশ্বাসী।”
পথসভায় এনসিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।