বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে কাঠমিস্ত্রী মামুন মৃধা (৩০)এর মৃ’ত্যু হয়েছে। উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামের এ ঘটনা ঘটেছে।
একমাত্র আয়ক্ষম ব্যক্তির মৃ’ত্যু’তে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। মামুন মৃধার পরিবারে অ’সুস্থ্য পিতা ও ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কচুয়ার উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে মামুন মৃধা পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। তার বাড়ি থেকে যাতায়াতের পথ না থাকায় পথ তৈরী করার উদ্দেশ্যে বাগানের ভিতর থেকে চার(সাকো) দেওয়ার কাজ করছিল। ওই বাগনের মধ্যে হতে বিদ্যুৎ এর তার ঝুলিয়ে রাস্তার পাশে নিয়ে ইজিবাইক চার্জ দিতো পাশবর্তী সাহাজান শেখের ছেলে শিপন শেখ। অসাবধানতা বসত: ওই বিদ্যুতের তারে জড়িয়ে এ দু”র্ঘ”ট”না ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ”ত ঘোষনা করে। এব্যাপারে আইন গত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।