শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

এইচএসসির ফল দ্রুত প্রকাশের আশ্বাস শিক্ষা উপদেষ্টার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

একই সঙ্গে পরীক্ষার ফল যেন দ্রুত প্রকাশ করা যায়, সে দিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ এবং সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান।

পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, ‘পরীক্ষার প্রথম দিন থেকেই দেশের সবকটি কেন্দ্রে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে এসেছে এবং নির্ধারিত নিয়ম মেনেই পরীক্ষা শুরু হয়েছে।’

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

ড. আবরার বলেন, ‘সরকার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি, যা আমাদের জন্য আশাব্যঞ্জক।’

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা থাকবে। যাতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বা ভর্তি প্রক্রিয়া ব্যাহত না হয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে সারা দেশে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।

লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102