রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

মহানবীকে কটূক্তি : বাবা-ছেলেকে পুলিশে দিল এলাকাবাসী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে কটূক্তি করার অভিযোগে স্বনাতন ধর্মাবলম্বী বাবা-ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাদের বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এলে পরিস্থিতি শান্ত হয়।

রোববার (২২ জুন) দুপুরে লালমনিরহাট পৌরসভার হানিফ পাগলা মোড় নামক এলাকা থেকে ওই বাবা ছেলেকে আটক করা হয়।

আটকরা হলেন, পৌরসভার সাপটানা নবীনটারী এলাকার মৃত খোকারাম শীলের ছেলে শ্রী পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার ছেলে শ্রী বিষঞু চন্দ্র শীল (৩৫)। তারা পেশায় নরসুন্দর। আটক বাবা-ছেলে ওই হানিফ মোড় এলাকার এক সেলুনের দোকানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার নামাটারী এলাকার নাজমুল ইসলাম (১৯) রোববার দুপুরে ওই সেলুনের দোকানে চুল কাটতে যান। চুল কাটা অবস্থায় অভিযুক্ত পরেশ চন্দ্র শীল নাজমুল ইসলামকে বলে, ‘তোমার নবী কয়টা বিয়ে করছে? তোমার নবীর সর্বশেষ স্ত্রীর বয়স খুবই কম ছিল! তুমি এখন দাড়ি রাখতেছো কেন? বুড়া বয়সে দাড়ি রাখবা’সহ ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলতে থাকেন। এসব কথা শোনে চুল কাটাতে আসা নাজমুল ইসলাম উত্তেজিত হয়ে উঠলে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। এসময় স্থানীয়রা বাবা-ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে দলে দলে থানায় ছুটে আসেন লোকজন। তারা থানা প্রাঙ্গণে ওই বাবা-ছেলের বিচারের দাবিতে নানা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, মহানবীকে কটূক্তি করার অভিযোগে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণু চন্দ্র শীল নামের দুই ব্যক্তিকে ঘিরে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনার বিচারের দাবিতে লোকজন থানা প্রাঙ্গণে এসে বিক্ষোভ করতে থাকেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এলে পরিস্থিতি শান্ত হয়।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102