ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলাকে ‘গর্হিত’ ও ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ, এবং এর পরিণতি চিরস্থায়ী হবে।”
তিনি আরও জানান, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সব বিকল্প সংরক্ষণ করছে এবং জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের এই আইনবহির্ভূত আচরণের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। আরাঘচি অভিযোগ করেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে সফল হামলা চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে গেছে। তিনি এই হামলাকে “যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বিশ্বের জন্য ঐতিহাসিক মুহূর্ত” বলে মন্তব্য করেছেন।