রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :

রামপাল-মোংলার ত্যাগ, সততা এবং জনপ্রিয়তা ও আস্থার প্রতীক ; কৃষিবিদ শামীম

মোঃ মাসুম শেখ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
সংসদীয় আসন বাগেরহাট ৩ এর জনসাধারণের কাছে ত্যাগ, সততা ও জনপ্রিয়তার এক নির্ভরযোগ্য জননেতার নাম কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সেই সাথে জনগণ ও সাধারণ নেতাকর্মীর কাছে তিনি শুধু একজন নেতা নয়, তাদের আস্থারও প্রতীক।
ত্যাগ ও সংগ্রামের অনন্য উদাহরণঃ-
শামীমুর রহমান শামীম একজন আপসহীন সংগ্রামী নেতা। তার জীবনের প্রতিটি অধ্যায় রাজপথে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সুদীর্ঘ সতেরো বছরের রাজনৈতিক সংগ্রামে তিনি বারবার কারাবরণের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের নির্মমতা তাকে স্ত্রীর মৃত্যুশয্যায় কিংবা প্রিয় খালা ও বড় ভাইয়ের জানাজায় প্যারোলে মুক্তি দেয়নি।তিনি স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে ৩৬টি অবৈধ মামলা আসামি হয়েছেন।পুলিশ লীগের বুলেটে তিনবার রক্তাক্ত হওয়ার পরও তিনি রাজপথে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। শত মিথ্যা মামলা আর নির্যাতন সত্ত্বেও তিনি পিছপা হননি। শোষণ, বঞ্চনা ও বাধাবিপত্তি যেন তার আদর্শিক লড়াইকে আরও শাণিত করেছে।জনাব শামীমুর রহমান শামীমের ত্যাগ ও সংগ্রামের এই অমলিন কাহিনি আজও রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। তার পথচলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
সততার আলোকবর্তিকাঃ-
শামীমুর রহমান শামীম শুধুমাত্র নাম নয়, সততার এক জীবন্ত প্রতীক। দীর্ঘ ৩৯ বছরের রাজনীতিতে তিনি কখনো নীতি ও আদর্শের সঙ্গে আপোষ করেননি। দলীয় সংগঠনকে শক্তিশালী করার পেছনে তার অসীম পরিশ্রম ও নিষ্ঠার কথা সর্বজনবিদিত। প্রতিটি দায়িত্বে তিনি নিষ্ঠার সঙ্গে নিজেকে উজাড় করে দিয়েছেন। সততা, স্বচ্ছতা ও নীতির মেলবন্ধনে তিনি দলের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।রামপাল-মোংলা অঞ্চলে শামীমুর রহমান শামীমের জনপ্রিয়তা আকাশচুম্বী।
গণমানুষের নেতাঃ-
বাগেরহাট-৩ আসনের প্রতিটি মানুষের হৃদয়ে অমলিন স্থান করে নিয়েছেন জনাব শামীম।হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে তার সংগ্রামী ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। ৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আজও স্মরণীয়। তার মানবিক নেতৃত্ব, মানুষের প্রতি অগাধ ভালোবাসা এবং সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা তাকে জনমানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। রাজনীতি তার কাছে শুধুই ক্ষমতার মঞ্চ নয়; বরং মানুষের সেবা এবং তাদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নের একটি সেতুবন্ধন।
শামীমুর রহমান শামীমের জীবন আমাদের জন্য এক গভীর অনুপ্রেরণার উৎস। তার ত্যাগ, সততা ও মানবিকতা কেবল রাজনীতিকদের নয়, প্রতিটি নাগরিকের জন্য শিক্ষণীয়। তিনি প্রমাণ করেছেন, সঠিক আদর্শ, নিষ্ঠা এবং জনসেবার প্রতি অঙ্গীকার একজন নেতাকে ইতিহাসের পাতায় স্থান করে দেয়।
বাগেরহাট ৩ আসনের জনগণ আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীক নিয়ে মহান জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে দেখতে চান।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102