পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যূৎ এলাকার সাত্তার গেইট সংলগ্ন একটি বাসা বাড়ি থেকে সোমবার সকালে বন্ধ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত ব্যক্তি রাজশাহী জেলার মেহেরপুর থানার নুর মোহাম্মদ স্ত্রী ফাতেমা বেগম (২৯)। নিহত ফাতেমা আক্তারের স্বামী নুর মোহাম্মদকে সাথে নিয়ে সাত্তার গেইট এলাকার মোশারফ হোসেনের বাড়ীর একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করত।
এলাকাবাসী ও পুলিশ জানায়,সকালে পাশের কক্ষের এক ব্যক্তি নিহত ফাতেমার ঘর বন্ধ থাকায় দরজা ধাক্কাধাক্কি করেন। পরে কোন সারা শব্দ না পেয়ে বাড়ীর অন্য লোকদের বিষয়টি জানান। পরে আশপাশের লোকজন স্থানীয় পুলিশ কে খবর দিলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতর কম্বল দিয়ে জড়ানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক এসআই মোরশেদ আলী মোল্লা জানান, মৃত্যুও প্রকৃত কারন উদঘাটনের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিষয়টি হত্যা না আত্মহত্যা বলা যাবে।