রাজধানীর লালবাগ থানাধীন ইডেন কলেজের আবাসিক হোস্টেলের পুকুরে ডুবে সানজিদা খাতুন রুপা (১৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সানজিদা অগ্রণী বালিকা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি চকবাজারের চম্পাকলীর ১২ নম্বরের বাসিন্দা হাজী সাইজ উদ্দিন সাজুর মেয়ে।
ইডেন কলেজের খোদেজা খাতুন ছাত্রী নিবাসের অফিস সহকারী রিফাত আরা রিমা জানান, সানজিদা শিক্ষার্থী মোহনার কাছে পড়তে এসেছিলেন। পুকুরপাড়ে পা ভেজাতে গিয়ে পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে মোহনাও পানিতে পড়ে যান। উপস্থিত সবার সহায়তায় মোহনাকে জীবিত উদ্ধার করা গেলেও, সানজিদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সানজিদার বড় ভাই তানভীর ইসলাম জানান, সকালে বাসা থেকে প্রাকটিক্যাল পরীক্ষার কথা বলে বের হয়েছিলেন তার বোন। পরে খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং লালবাগ থানাকে অবহিত করা হয়েছে।