শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

ইরানে হামলার পর বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করে দিয়েছে ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরান হামলার পর ইসরায়েলে পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে অনেক দেশে ইসরায়েলি দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে, জার্মানি, নাইজেরিয়া, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সে অবস্থিত ইসরায়েলি দূতাবাসগুলোর এক অভিন্ন বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে মিশনগুলো বন্ধ থাকবে এবং কোনো কনস্যুলার পরিষেবা প্রদান করা হবে না।

শুক্রবার (১৩ জুন) ইসরায়েল তেহরানে ও আশপাশে অন্যান্য পারমাণবিক সংশ্লিষ্ট কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হয়েছেন। নিহত হয়েছেন ছয়জন বিশিষ্ট পরমাণু বৈজ্ঞানিকও। এরপর ইরানের বাহিনী কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেয়।

এদিকে, ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে জানায় হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদন অনুসারে, চ্যানেল ১২ নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, দুটি যুদ্ধবিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। পরে আরকে প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102