শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

ইরানের হামলার ভয়ে বন্ধ ইসরায়েলের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ইরানের হামলার ‘ভয়ে’ নিজেদের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র লেভিয়াথান সাময়িক বন্ধ রেখেছে ইসরায়েল। ইরানের কঠোর প্রতিশোধের হুমকির পর নিরাপত্তা ঝুঁকিতে এ সিদ্ধান্ত নেয় দেশটির খনিজ মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটিভির খবরে বলা হয়, ভূ-রাজনৈতিক উত্তেজনায় মন্ত্রণালয়ের আদেশে এনারজিয়ান পিএলসি গ্যাস উৎপাদন স্থগিত করেছে। উৎপাদন স্থগিত হওয়ায় আঞ্চলিক জোগান সংকটের আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে মিশরে যার চাহিদা ক্রমর্ধমান। ইসরায়েলি গ্যাস সরবরাহ স্থগিত থাকলে এলএনজি গ্যাস ক্রয়ে বাধ্য হবে কায়রো। যা বিশ্ববাজারে দাম আরও ঊর্ধ্বমুখী করে দেবে। এরই মধ্যে ইউরোপীয় দেশগুলোতে গ্যাসের দাম ৬.৬% বৃদ্ধি পেয়েছে।

পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত লেভিয়াথান গ্যাসক্ষেত্রটি শেভরন করপোরেশন পরিচালনা করে। প্রকল্পটি দেশীয় গ্রাহকদের পাশাপাশি প্রতিবেশী দেশ জর্ডান ও মিশরে গ্যাস সরবরাহ করে।

এনারজিয়ানের কারিশ গ্যাসক্ষেত্রটি কেবল ইসরায়েলের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে। শেভরন পরিচালিত অন্য গ্যাসক্ষেত্র তামারকেও স্থগিত করা হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102