শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জন ফিলিস্তিনি নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে ৬০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা ৫৪,৯২৭ ছাড়িয়েছে।

সোমবার (৯ জুন) গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে দক্ষিণ রাফায় মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর সাহায্য কেন্দ্রের কাছে কমপক্ষে ১৪ জন রয়েছে।

ইসরায়েল ম্যাডলিনের ১২ জন ক্রু সদস্যকে আটক করেছে, যাদের মধ্যে সুইডিশ কর্মী গ্রেটা থানবার্গ এবং আলজাজিরার সাংবাদিক ওমর ফায়াদও রয়েছেন। তাদের আইনজীবী আলজাজিরাকে এ কথা জানিয়েছেন।

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন, যেখানে তিনজন স্বাস্থ্যকর্মীও আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে, নিহত সাংবাদিকের নাম মোয়ামেন মোহাম্মদ আবু আল-আউফ। এক বিবৃতিতে বলা হয়েছে যে, আবু আল-আউফ বেশ কয়েকটি মিডিয়া আউটলেটের সাথে একজন ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তার হত্যাকাণ্ডে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা ২২৭ জনে দাঁড়িয়েছে।

অফিসটি ‘ইসরায়েলি দখলদারদের দ্বারা ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু, হত্যা এবং হত্যার তীব্র নিন্দা জানিয়েছে’।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102