রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরিয়ে স্থলে ‘সুস্পষ্ট লঘুচাপটি’ দুর্বল হয়ে পড়েছে।
ফলে দেশের ৪ সমুদ্র বন্দরের সতর্কতা সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের নদী বন্দরগুলোতে এখনো এক নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।
শনিবার (৩১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে নিম্নচাপটি লঘুচাপ আকারে আসাম এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাব বঙ্গোপসাগরে নেই। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন আর ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা নেই। দেশের উত্তরাঞ্চলেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে।’