গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরাইল সরকারের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছে স্পেনের বার্সেলোনা নগর পরিষদ। একই সঙ্গে স্থগিত করা হয়েছে ১৯৯৮ সালে ইসরাইলের তেল আবিব-জাফা শহরের সঙ্গে স্বাক্ষরিত মৈত্রীচুক্তি।
শনিবার (৩১ মে) বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, স্পেনের শাসক দল ও বামপন্থি দলগুলোর সমর্থনে প্রস্তাবটি পাস হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সরকারি সম্পর্ক বন্ধ থাকবে।
বার্সেলোনার মেয়র জাউমে কোলবোনি বলেন, গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলা ও মানবিক সংকট আমাদের সম্পর্ক ধরে রাখাকে অগ্রহণযোগ্য করে তুলেছে।
এই সিদ্ধান্ত প্রতীকী হলেও স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে বার্সেলোনার অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে জোরালো বার্তা দিচ্ছে—মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান।