গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কারের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনের প্রসঙ্গ উঠলেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, ফ্যাকাসে হয়ে যায়।
সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সংস্কার নিয়ে যত কথাই বলা হোক না কেন, তা বাস্তবায়ন সম্ভব নয় যদি না জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হয়। অথচ নির্বাচনের প্রসঙ্গ এলেই উপদেষ্টারা মুখ ঘুরিয়ে নেন।”
তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি সুষ্ঠু নির্বাচন। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের বিকল্প নেই।
রাশেদ খানের মন্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাঁর এ বক্তব্য নতুন করে নির্বাচনপদ্ধতি নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।