নিজস্ব প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা , বেতাগী, বরগুনা এর যৌথ উদ্যোগে বরগুনা জেলার বেতাগী থানার চাঁন্দুখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (০৫ নবেম্বর) আনুমানিক ০১;০০ ঘটিকার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে র্যাব-৮ গণমাধ্যমকে জানান, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়, পন্য বা সেবা যথাযথভাবে বিক্রয় না করা এবং ফামের্সীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
এসময়, ১। মৃধা ইলেকট্রনিক এর মালিক মোঃ সালাম মৃধা(৫৮), পিতা-মৃত নুর উদ্দিন মৃধা, সাং-চাঁন্দুখালি বাজার, থানা-বেতাগী, জেলা-বরগুনাকে ৪,০০০/- টাকা, ২। মুদির দোকান এর মালিক মোঃ ইসমাইল (৬০), পিতা-মৃত আলী আজগর, সাং-চাঁন্দুখালি বাজার, থানা-বেতাগী, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা, ৩। কসমেটিক্স এর দোকানের মালিক আরাফাত রহমান(৩২), পিতা-মোঃ লতিফ হোসেন, সাং-চাঁন্দুখালি বাজার, থানা-বেতাগী, জেলা-বরগুনাকে ২,০০০/- টাকা, এবং ৪। নিজাম ফামের্সীর মালিক মোঃ গোলাম কিবরিয়া(৪৫), পিতা- সিদ্দিকুর রহমান, সাং-চাঁন্দুখালি বাজার, থানা-বেতাগী, জেলা-বরগুনাকে ৩,০০০/- টাকা সহ সর্বমোট ১৪,০০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হুরিদ সালেহীন, বেতাগী, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৪৫/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।
এএসবিডি/আরএইচএস