মোঃরনি মিয়া ,জগন্নাথপুর সংবাদদাতা :
জগন্নাথপুর পৌর সভার নব নির্বাচিত মেয়র মো: মিজানুর রশীদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন । গতকাল রবিবার সিলেটের বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ গ্রহন শেষে আজ সোমবার সকাল ১১টায় পৌরসভার পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন । পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও সচিব শতীষ গোষ্মামীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সেক্রেটারী মো: জাহির উদ্দিন, কাউন্সিলর আবাব মিয়া প্রমূখ । অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর ,কর্মকর্তাবৃন্দ এবং মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া পরিবারের পক্ষ থেকে ফুলের মালা ও ক্রেষ্ট প্রদান করা হয় । পরে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক নব নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূঁইয়ার হাতে সাক্ষরের মধ্যদিয়ে পৌরসভার দায়িত্বভার তুলেদেন । এসময় মেয়র মিজানুর রশীদ ভূঁইয়ার মাতা প্রয়াত পৌরসভার প্রথম চেয়ারম্যান হারুনুর রশীদ হিরণ মিয়ার স্ত্রী উমারুন নেছা , জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর পৌর আওযামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক , পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মহিলা কাউন্সিলার মীনা রানী পাল, মির্জা তোফায়েল আহমদ সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন শ্রেনীপেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।