মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতাঃআজ সোমবার দুপুর ২ ঘটিকায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। মিছিলটি পৌর পয়েন্ট থেকে শুরু করে নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার পৌর পয়েন্টে এসে শেষ হয়।
এতে অংশ নেয়- আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ, স্বপ সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুর, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর, ইয়াংস্টার জগন্নাথপুর, আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন, রসূলপুর সমাজ কল্যাণ সংস্থা, এরালিয়া বাজার ছাত্র ঐক্য সংগঠন, নিউ এম এম ইংলিশ কোচিং সেন্টার, মুক্ত সমাজ কল্যাণ সংস্থা, থিয়েটার জগন্নাথপুর, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ এম সি কলেজ সিলেট, চিলাউড়া মাঝপাড়া সমাজ কল্যাণ পরিষদ, প্রাক্তন ছাত্র পরিষদ-রসূলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হযরত শাহজালাল রহঃ তরুণ যুব সংঘ, মোহাম্মদপুর সেরা, ফ্রেন্ডস ক্লাব রানীগঞ্জ, জাবেদ শাহ সমাজ কল্যাণ সংস্থা লোহারগাঁও, আলোকিত সমাজ কল্যাণ সংস্থা ৭ নং সৈয়দপুর শাহার পাড়া ইউপি, স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ানী নন্দিরগাও, ইজমা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইছগাও পূর্বপাড়া, তালতলা যুব সংঘ জগন্নাথপুর, সৈয়দপুর শাহ সামছুদ্দিন রহঃ একাডেমী, আল আকবর তরুণ আলেম সমাজ ভবের বাজার, আল ইনসাফ যুব সংঘ মইজ পুর, কিশোর পুর সমাজ কল্যাণ সংস্থা হবিবপুর, ক্রিকেট ডেভলপমেন্ট অব পাটলী ইউনিয়ন, হাবিবিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থা লোহারগাঁও।
মিছিলকারীরা মেক্রনের দুই গালে জুতা মারো তালে তালে, বিশ্বনবীর অবমাননা- মানিনা মানবোনা, আমরা সবাই রাসূল সেনা- ভয় করিনা বুলেট বোমা, আমার নেতা তোমার নেতা- বিশ্বনবী মোস্তফা, দুনিয়ার মুসলিম একহও লড়াই করো ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।
মিছিল পরবর্তি প্রতিবাদ সভায় বক্তারা বলেন- ফ্রান্স প্রেসিডেন্ট মেক্রন আমাদের মহানবী সাঃকে অবমাননা, অবজ্ঞা করে যে ব্যাঙ্গ চিত্র প্রকাশ করেছে – তা গোটা দুনিয়ার ২০০ কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে, অচিরেই যদি মেক্রন এই ঘৃন্য কাজের জন্য ক্ষমা প্রার্থনা না করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত ভাবে চলতেই থাকবে।