হরুনুর রশিদ (হারুন) প্রতিনিধি বদলগাছী, নওগাঁঃনওগাঁর বদলগাছীতে ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, বদলগাছী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
বদলগাছী ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মো. আইয়্যুব আলীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা মো. রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক ইউনুছার রহমান, উপদেষ্টা হাফেজ মো. মুক্তার হোসেন, হাফেজ মো. হাফিজুর রহমান, মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, মাওলানা মো. সামসুল হক শহীদ, মাওলানা মো. রবিউল ইসলাম প্রমূখ।
এর আগে চৌরাস্তার মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা চত্ত্বরে মানববন্ধনে গিয়ে মিলিত হয়।