মোঃনুরুজ্জামান বাউফল সংবাদদাতাঃ পটুয়াখালীর বাউফলে তালা কেটে এক রাতে পাঁচ দোকান ঘরে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ২/১১/২০ তারিখ রাতে আদাবাড়ীয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এবং গ্রামের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে কাশিপুর বাজারে হানা দেয় সংঘবদ্ধ চোর চক্র। চায়ের দোকানদার মোঃ নুরইসলাম রারী,কম্পিউটারের দোকান মহাশিন মৃধা, চায়ের দোকান শানু মীর, গনি হাওলাদার সহ হানা দেয় নয়া মীরের দোকান । এসব কাশিপুর বাজারে দোকানের তালা কেটে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটে।চারটি প্রতিষ্ঠান থেকে মালামাল সহ নগত টাকা চুরি হয়ে।আজ সোমবার সকালে টের পায় ওই সমস্ত দোকানের লোকজন।
এঘটনার সত্যতা স্বীকার করেছেন ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক ফকির, দফাদার রফিক এবং ঐগ্রামের মেম্বার সেরাজ আলী মোল্লা সহ চৌকিদার।এ ঘটনায় বাউফল উপজেলায় বগা তদন্ত কেন্দ্রে এস আই মাধব আসে ঘটনার সততা জানেন, এব্যাপারে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।