এস আল-আমিন খানঁ, পটুয়াখালী প্রতিনিধিঃ সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জামুরা গ্রামে তোফাজ্জল মৃধার বড় ভাই মৃত লতিফ মৃধার রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরন হয়ে ২৭-আগষ্ট-২০২০ ইং তারিখ বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে ৪ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডে রান্নাঘরটি সম্পুর্ন ও মুল ঘরের অর্ধেকাংশের বেশি পুরেগেছে, এতে ঘরের বিছানাপত্র, পোশাক, জমানো টাকা ও আসবাবপত্র মালামাল পুরে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
সরেজমিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সাথে কথা বলে জানাগেছে, বিকেল সাড়ে ৪ টার দিকে হটাৎ করে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুন লেগে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঘরের দামীয় আসবাবপত্র,জমানো টাকা,বিছানা সহ অন্যান্য মালামাল পুরে গেছে তাতে প্রায় ৫ লক্ষের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
স্থানীয় সুত্রে এলাকাবাসী জানান, বিকেলে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে আমরা আশেপাশের মানুষ ছুটে আসি এবং আগুন নেভাতে সহোযোগিতা করি।পরে পটুয়াখালী সদর ফায়ার সার্ভিস ষ্টেশনে ফোন করা হলে ধমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এতে ঘরের অধিকাংশ মালামাল পুরে গেছে এতে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এএসবিডি/আরএইচএস