আমতলী(বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় যুবদিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা যুব ঋন ও প্রশিক্ষন সনদপত্র বিতরনী সভা রবিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ডা: অভিজিৎ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতীথি ছিলেন আমতলতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: তামান্না আফরোজ মনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. ফারুখ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, আমতলী কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার মো. ঈসা, পৌর মহিলা কমিসনার ফরিদা ইয়াসমিন ও মাকসুদা আক্তার, আমতলী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী কামাল, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. তারিকুল ইসলাম জুয়েল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার, মো. সেলিম মাহমুদ , উপজেলা পরিসংখ্যান অফিসার মো. রবিউল ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ধীরাজ কুমার বিশ্বাস। ৫ নং ওয়ার্ড কমিসনার মো. মেয়াজ্জেম হোসেন ফরহাদ, সফল আত্মকর্মী মোসা: মিনারা বেগম।
উপজেলা সহকারী যুব উন্নয় কর্মকতার্ স্বপন কুমার সরকারের সঞ্চলনায় আলোচনা সভাশেষে সফল ৫ জন আত্মকর্মীর মাঝে ৩ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরন করা হয় ।