শাহানাজ পারভীনঃ–বন্দরনগরী চট্টগ্রামের একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পোর্ট কানেকটিং রোড নয়াবাজার বিশ্বরোডের মোড়ে জনদুর্ভোগে পড়েন হাজারো পথচারী মানুষ গুলো। ৩১ অক্টোবর খ্রিঃ তারিখে বিকাল ৪ ঘটিকার সময় একটু বৃষ্টিতে সরেজমিনে দেখা যায় বিরত্তকর জনদুর্ভোগ ও যানজট।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজ ধীরগতিতে চলছে বলেই জনদুর্ভোগে অতিষ্ঠ সাধারণ জনগণ। একজন পথচারী ভুক্তভোগী চট্টগ্রাম মুক্তিযুদ্ধা পরিবারবর্গের সভাপতি নওশাদ সেলিম অতিষ্ঠ হয়ে বলেন বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক বন্দর নগরী চট্টগ্রাম কে উন্নয়নের ধারাবাহিকতায় মাঝে মাঝে দৃশ্যমান করেছেন। তবে নগরীর খুবই গুরুত্বপূর্ণ স্পট গুলো যেন তড়িৎ গতিতে উন্নয়নের ছোঁয়ায় আরো দৃশ্যমান করার প্রত্যাশা করছি। করুণা কালীন সময়ে কাল নালা-নর্দমার গুলো কাজ বন্ধ থাকায় এই বিড়ম্বনার শিকার মনে করেন।
একজন গাড়ি চালক আবুল খায়ের বলেন। তিনি প্রতিদিন গাড়ি চালান এই রাস্তা দিয়ে। তাঁর অনেক সমস্যা। উঁচু-নিচু খানাখন্দে রাস্তাটিতে গাড়ি চালাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং একদিকে না একদিকে কাজ ডেলি হতেই থাকে তাতে আমার খুব অর্থনৈতিক ভাবে আমি খুবই বিপর্যস্ত এ আছি। এদিকে কি পেটে ভাত দেবো না গাড়িটি মেরামত করবো, এদিকে এ সমস্যা নিয়ে অনেক মিডিয়ার সামনে আমাদেরকে যেতে হয় কিন্তু কোনো সুরাহা আমরা পাচ্ছি না। বর্তমান প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি আমাদের দাবি রাস্তাটা যেন তড়িৎগতিতে ঠিক করেন এই দুর্ভোগ থেকে মুক্তি দেন।