বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিডিআর বিদ্রোহের বিচারঃ অস্থায়ী আদালতে আগুন, নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪। রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। বাগেরহাটে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ৮ বাড়িতে আগুন ও লুটপাট। সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত। মাদক বিরোধী অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারি আটক। সাত বছর পর লন্ডনে মা-ছেলের সাক্ষাৎ। ২৪ ঘণ্টার মধ্যে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির আলটিমেটাম। লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইউএনওর সঙ্গে দেখা না করায় আটকে গেল খতিব ও মুয়াজ্জিনের বেতন।

রংপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২০- আলোচনা সভা অনুষ্ঠিত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃরংপুরে তাজহাট থানার কমিউনিটি পুলিশিং ডে ২০২০- আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।a

শনিবার (৩১অক্টোবর) দুপুর ২.৩০ মিনিটের দিকে মডার্ন মোড় পল্লী বিদ্যুত সংলগ্ন এলাকায় বেলুন উড়িয়ে কেক কেটে পুলিশিং ডে ২০২০- আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় নূর মোঃ মোস্তাক আলী হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) আরপিএমপি মোঃ আবু সাইম বলেন, ” মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর মেট্রোপলিটন পুলিশ দুই বছর তাদের আন্তরিকতার সহিত দায়িত্ব পালন এবং কমিউনিটি পুলিশিং এর কারণে রংপুর শহরের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকদ্রব্য, নারী নির্যাতন, বাল্যবিবাহ, মামলা মোকদ্দমা থেকে শুরু করে সমস্ত কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। একই সাথে মেট্রোপলিটন পুলিশের অন্যতম সেবা মাধ্যম ট্রিপল নাইন (৯৯৯) মাধ্যমে জনগণ কল দিলেই পুলিশের সুবিধা পাচ্ছেন। তাও সম্ভব হয়েছে মেট্রোপলিটন পুলিশের কারণেই।

 

বিশেষ অতিথির বক্তব্যে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) আরপিএমপি, আব্দুল্লাহ- আল- ফারুক বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পুলিশ হবে জনতার এ প্রতিপাদ্যকে সামনে রেখে গনতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ। পরিশেষে বাংলাদেশের মানুষের শেষ আশ্রয় ও হয় পুলিশ।আসুন পুলিশের পাশে থেকে সকল অন্যায় অবিচার মুক্ত করার সুযোগ করে দেন।

তাজহাট মেট্রো থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান বলেন,আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা বাংলাদেশকে অপরাধ মুক্ত করতে পারবো।সে জন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) আরপিএমপি, এ,কে,এম, ওহিদুন্নবী, অফিসার ইনচার্জ, তাজহাট থানা, আরপিএমপি, আখতারুজ্জামান প্রধান,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কমিউনিটি পুলিশিং তাজহাট থানা, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সামছুল হক,কমিটির সাধারণ সম্পাদক, জিকরুল মাহবুব শোভন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রহমতুল্লাহ বাবলা,১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু প্রমুখসহ অন্যান্য ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় নারী পুরুষসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102