মণিপুরের চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে আসাম রাইফেলসের অভিযানে অন্তত ১০ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার ভারত-মিয়ানমার সীমান্তবর্তী খেংজয় তহশিল এলাকায় এ অভিযান চালানো হয়।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি চালালে সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়ে কৌশলগতভাবে তাদের মোকাবিলা করে।
এ ঘটনায় ১০ জন সন্ত্রাসী নিহত হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।