স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, “স্বাস্থ্য খাতের প্রকৃত উন্নয়ন চাইলে আগে নিজেদের ভেতরে সংস্কার আনতে হবে, না হলে শুধু নেতৃত্ব বদল হবে, বাস্তবতা বদলাবে না।”
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ৭ হাজার চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবও বিবেচনায় রয়েছে। তবে তিনি প্রশ্ন তোলেন, “বেতন বাড়া পর্যন্ত কি চিকিৎসা বন্ধ থাকবে?”
উপদেষ্টা আরও বলেন, পেরিফেরিতে ভালো চিকিৎসক না থাকায় সেসব এলাকায় চিকিৎসক পাঠাতে হবে এবং প্রয়োজনে বেশি বেতন দিতেও সরকার প্রস্তুত। অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।