২০২৪-২৫ অর্থবছর শেষ হতে এখনও এক মাস বাকি থাকলেও এরই মধ্যে দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১১ মাসে প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৫ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ২ শতাংশ বেশি এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে তুলনায় এবার এক মাস আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
মাসভিত্তিক রেমিট্যান্সেও রেকর্ড
চলতি বছরের মার্চ মাসে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার— যা মাসিক হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এরপর এপ্রিল মাসেও এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ।
অন্যদিকে, চলতি মে মাসের প্রথম সাত দিনেই ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি।
সরকারের নীতিনির্ধারণে গতি
বিশ্লেষকরা মনে করছেন, হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার সহজকরণ এবং সরকার ঘোষিত প্রণোদনার হার বজায় রাখার ফলে রেমিট্যান্স প্রবাহে এই গতি এসেছে।
তারা বলেন, এই ধারা অব্যাহত থাকলে বিদেশি মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশের মুদ্রানীতি ও অর্থনীতি আরও স্থিতিশীল হবে।