শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

আবারও ইসরায়েলে আগুন, এবার আশদোদ শহরে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

আবারও আগুনে পুড়তে শুরু করেছে ইসরায়েল। গত এক মাসে এটি দেশটিতে তৃতীয় বড় অগ্নিকাণ্ডের ঘটনা।সর্বশেষ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সংবাদমাধ্যম ইয়েমেন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি নিউজ সাইট ‘০৪০৪’ জানিয়েছে, ভয়াবহ আগুন নেভাতে কমপক্ষে ১০টি দমকল বাহিনী এবং ৪টি অগ্নিনির্বাপক বিমান কাজ করছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। “কফার আফিক” এলাকার বাড়িগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশদোদ ভূমধ্যসাগর তীরবর্তী একটি বন্দরনগরী, যা ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূমি দখলের পর ইসরাইলের নিয়ন্ত্রণে আসে। এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়শই ঘটে থাকে।

সম্প্রতি, দখলকৃত ফিলিস্তিনে বিশেষ করে জেরুজালেম ও তাবারিয়া এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের শতাধিক স্থানে একযোগে দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ইসরাইলি সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সাহায্য চায়, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102