মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান সরকার চায় খেলাধুলার মধ্য দিয়ে এ দেশের ছেলেমেয়েরা এগিয়ে যাক।
খেলাধুলার মধ্য দিয়ে দেশের মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই চান। তিনি বলেন, দেশ ও জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।
খেলাধুলাই হচ্ছে যুব সমাজকে অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার মূল উৎস। খেলাধুলার মধ্যে শিক্ষার্থীরা জড়িত থাকলে তারা খারাপ পথে পা বাড়াবে না। খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দের উৎস।
৩০ অক্টোবর শুক্রবার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর মাঠে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব এর আয়োজনে দুর্বার আইটি শলিউসন এর সহযোগিতায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার এ কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুলসুম বানু নার্গিস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. তসলিম উদ্দীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
উদ্বোধনী খেলায় দিনাজপুর মানু স্মৃতি ফুটবল একাডেমী ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বদরগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।