শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

কেঁপে উঠল পুরো পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

পাকিস্তানের ইসলামাবাদ, অ্যাটক, খাইবার পাখতুনখাওয়া ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে ভূমি থেকে ২৩০ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পেশোয়ার, মার্দান, সোয়াত, নওশেরা, সোয়াবি এবং উত্তর ওয়াজিরিস্তানসহ আরও বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এই সব এলাকা ও এর আশেপাশে বাসিন্দারা স্পষ্ট ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানিয়েছেন।

এর আগে গত ১২ এপ্রিল উত্তর পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ বেশ কয়েকটি শহরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

এরপর গত ১৬ জুলাই ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প খাইবার পাখতুনখাওয়া আজাদ কাশ্মীর, পাঞ্জাব এবং আফগানিস্তানের কিছু অংশে আঘাত হানে।

পাকিস্তানে ভূমিকম্প অস্বাভাবিক নয়। দেশটি ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত। ফলে এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102