চলমান ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ভাটিন্ডা বিমানঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) ভোরে এই হামলার মাধ্যমে বিমানঘাঁটিটি ধ্বংস করা হয়েছে বলে পাকিস্তানের জিও নিউজ সামরিক সূত্রের বরাতে জানিয়েছে।
পাকিস্তান এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’, যার অংশ হিসেবে চালানো হচ্ছে ধারাবাহিক হামলা। অভিযানে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র। জিওটিভির প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারেও সফলভাবে আঘাত হেনেছে পাকিস্তানি বাহিনী।
ভাটিন্ডা বিমানঘাঁটির গুরুত্ব
ভাটিন্ডা বিমানঘাঁটি ভারতের পাঞ্জাব রাজ্যের মালওয়া অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এটি ভারতীয় বিমানবাহিনীর একটি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ঘাঁটিটির পাশেই রয়েছে ভাটিন্ডা সিভিল বিমানবন্দর, যেখানে সীমিত সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI)।
ভিসিয়ানা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই স্থাপনাটি ভিসিয়ানা এয়ার ফোর্স স্টেশন হিসেবে পরিচিত ছিল এবং এর মাধ্যমে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা হতো।
অভিযান আরও বিস্তৃত হচ্ছে
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে পাকিস্তানের এই অভিযান আরও তীব্র ও বিস্তৃত হচ্ছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, “ভারতের সামরিক আগ্রাসন ও উসকানির জবাবে উপযুক্ত প্রতিক্রিয়া হিসেবেই অভিযান পরিচালিত হচ্ছে।”
ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি
হামলার ঘটনায় এখন পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা ভারতীয় বিমানবাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আক্রমণ দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র করে তুলতে পারে।