শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

একদিনেই সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম হারাল ভারত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীর সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে (৬ মে) পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত হামলা চালালে আনুষ্ঠানিক রূপ নেয় দুই দেশের সংঘাত।

এই হামলায় একদিনেই ১০০ কোটি ডলার বা প্রায় সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম হারিয়েছে ভারত ।

জার্মানির বার্লিনভিত্তিক ব্যবসাকেন্দ্রিক সংবাদমাধ্যম বিএনই ইন্টেলিনিউজের খবরে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ অংশ হিসেবে ভারত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়।

অভিযানটি ৩০ মিনিটেরও কম সময় স্থায়ী হয়। পাকিস্তানের দাবি, তাদের পাল্টা অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান খোয়া গেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন, ভারত ফ্রান্সের সরবরাহ করা রাফাল যুদ্ধবিমানের অন্তত একটি হারিয়েছে। ভারতীয় বিমানবাহিনীর সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হচ্ছে ফরাসি কোম্পানি ড্যাসল্ট অ্যাভিয়েশন নির্মিত রাফাল।

ভারতীয় বিমানবাহিনীর বহরে মোট ৩৬টি রাফাল বিমান রয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এ ঠিক কতটি রাফাল অংশ নিয়েছিল বা কতটি হারানো গেছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

তবে এক্স প্ল্যাটফর্মের কিছু পোস্টে ভারতীয় বিমানবাহিনীর চিহ্নযুক্ত রাফাল বিমানের পেছনের অংশের ছবি দেখা গেছে। এসব ছবিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বিএস-০০১ সিরিয়াল নম্বরের বিমানটি সম্ভবত খোয়া গেছে।

বুধবার (৭ মে) বিভিন্ন বিবৃতিতে পাকিস্তান দাবি করে, তারা ভারতের ৩টি রাফাল এবং রুশ নির্মিত একটি মিগ-২৯ ও একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

সিএনএনের অন্য এক প্রতিবেদনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফকে উদ্ধৃত করে বলা হয়, পাকিস্তানি বিমানবাহিনী এরিয়াল ফাইটে বা আকাশযুদ্ধে ভারতের বিমানগুলোকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেছে।

‘অপারেশন সিঁদুর’ সময় বা তার পরে কোনো বিমান বা সরঞ্জাম হারানোর কথা অস্বীকার করেছে ভারত।

তবে এক্সে পোস্ট করা আরও একটি ছবিতে চীনের তৈরি পিএল-১৫ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ দেখা গেছে। ছবিটি ভারতের পাঞ্জাব অঞ্চলে পড়েছে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানি বিমানবাহিনীর জে-১০ যুদ্ধবিমান (৭ মে) যা ভারতের প্রধান কৌশলগত হুমকি চীনের সরবরাহকৃত) থেকে সম্ভবত ছোড়া পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতীয় বিমানবাহিনীর রাফাল ভূপাতিত হয়েছে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।

কেবলমাত্র আর্থিক দিক থেকে বিবেচনা করলেও পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতীয় বিমানগুলোর ধরন, সংখ্যা এবং ক্ষতির প্রকৃতি সঠিক হলে একদিনেই ভারতের সামরিক সরঞ্জাম বাবদ ১ বিলিয়ন ডলারের বেশি অর্থাৎ প্রায় সাড়ে ৮ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102