পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিজয় স্বরনী বিদ্যালয়ে ওই সম্মেলনে সভাপতিত্ব করেন সুত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোয়াজ্জেম হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এসময় বক্তব্য রাখেন পৌর-আওয়ামীলীগের সাবেক আহবায়ক আব্দুল ওহাব মিয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মুরাদ কবীর, যুগ্ম আহবায়ক সিকদার মোশারফ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক আকবর আলী, পৌর-আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, এডভোকেট রফিকুল ইসলাম, এডভোকেট শাজাহান, বজলুর রহমান প্রমুখ। পরে বজলুর
রহমানকে সভাপতি ও সুলতান আহম্মেদ মোল্লাকে সাধারণ সম্পাদক করে সুত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।