ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। পাকিস্তান অভিযোগ করেছে, ভারত ইসরাইলি প্রযুক্তি ব্যবহৃত হ্যারপ আত্মঘাতী ড্রোন দিয়ে একযোগে ২৫টি হামলা চালিয়েছে। এসব ড্রোন পাকিস্তান ভূপাতিত করলেও লাহোরে একটি ড্রোন সামরিক স্থাপনায় আঘাত হানে, এতে চার সেনা আহত হন। সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নিহত হন। এর আগে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের নয়টি স্থানে ২৪টি হামলা চালায়। এতে ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয় বলে দাবি পাকিস্তানের। পাল্টা গোলাবর্ষণে ভারতের ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। ইসরাইলি হ্যারপ ড্রোন দীর্ঘ সময় আকাশে থেকে টার্গেট শনাক্ত করে হামলা চালাতে সক্ষম, যা এই সংঘর্ষে প্রযুক্তিগত বিপদ আরও বাড়িয়েছে। সীমান্তে ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলা দুই দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক করে তুলছে।