বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

হাবিবুর রহমান কাসেমী মুহতামিম, সলিম উল্লাহ সহ ১৩ শিক্ষক বহি:স্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

মুহাম্মদ রায়হান উদ্দিন,চট্টগ্রাম স্টাফ রিপোর্টারঃ নাজিরহাট বড় মাদ্রাসার নতুন মুহতামিম (পরিচালক) হিসেবে শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান কাসেমী কে মনোনীত করা হয়েছে। নায়েবে মুহতামিম করা হয়েছে মাওলানা ইয়াহিয়া ও মুঈনে মুহতামিম মওলানা ইসমাইল।

এছাড়াও মাদ্রাসা থেকে মাওলানা সলিম উল্লাহসহ ১৩ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।বহি:স্কৃত শিক্ষকরা হলেন, মাওলানা সালাহ উদ্দীন, মুফতি হাশেম, মাওলানা মিজান, মাওলানা নুরুল অালম নছরি, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ ইদ্রিস, হাফেজ অাব্দুল কাদের, মাওলানা ইয়াছিন, মাওলানা অালী অাকবর, অামির হোসেন, মাওলানা অাব্দুর রহিম, মাওলানা হারুনর রশিদ। ২৮ অক্টোবর (বুধবার) দুপুর ২ টায় নাজিরহাট মাদ্রাসায় শূরার বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। সকাল ১১ থেকে শুরু হয় এ বৈঠক।

বৈঠকে নাজিরহাট মাদ্রাসার মুতাওয়াল্লি করা হয় আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। শিক্ষা সচিব করা হয় হাবিবুল্লাহ নদভীকে। ঢাকার খীলগাও মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলাম জিহাদী শূরার বৈঠক শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। শূরার বৈঠক শুরু হয় সকাল ১১ টায়।

এতে উপস্তিত ছিলেন, পটিয়া মাদ্রামার মুহতামিম আবদুল হালিম বোখারী, জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব, ওলিহা মসজিদের সাবেক খতিব মাওলানা আনোয়ার, খাতুনগঞ্জের ব্যবসায়ী মাওলানা ওমর ফারুক, মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা নোমান ফয়েজী, হাটহাজারী মাদ্রাসার মাওলানা জুনায়েদ বাবুনগরী, বাবুনগর মাদ্রাসার মুহতামিম মহিবুল্লাহ বাবুনগরী, ওবাইদিয়া মাদ্রাসার মুহতামিম সালাউদ্দিন, ঢাকার বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আরশাদ রহমান, খীলগাও মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলাম জিহাদী, তালিমুদ্দিন মাদ্রাসার মুহতামিম হাফেজ কাসেম, নাজিরহাট মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হাবিবুর রহমান কাসেমী, ফতেপুর মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হাসান। উপস্থিত হননি চারিয়া মাদ্রাসার মাওলানা আবদুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার প্যানেল মুহতামিম মুফতি শেখ আহমেদ।

জানা গেছে, মাদ্রাসার পরিচালক পদ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে মারামারি, ধাওয়া- পাল্টা ধাওয়া, মামলা মোকাদ্দমার ঘটনাও ঘটে। উদ্ভুত পরিস্থিতিতে ‘মুহতামিম’ দাবিদার মাওলানা সলিমুল্লাহ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন গত শনিবার দুপুরে। এ সময় ছাত্রদের একাংশ মাওলানা সলিমুল্লাহকে ‘মুহতামিম মানি না, শূরা চাই, শূরা চাই’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে ছাত্রদের একটি অংশ স্লোগানধারীদের সরিয়ে দিতে চাইলে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, মাদ্রাসার পরিচালক বা মুহতামিমের পদ নিয়ে মাওলানা সলিমুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান কাসেমীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। সলিমউল্লাহ মরহুম আহমদ শফির অনুসারী। অন্যদিকে হাবিবুর রহমান হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর অনুসারী ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102