মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ‘আত্মসমর্পণ’ করেছে। আন্তর্জাতিক জাহাজ চলাচলের উপর আক্রমণ না করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। তাই গোষ্ঠীটিকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা বন্ধ করতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎকালে এই আশ্চর্যজনক ঘোষণা দেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ চলাচলের পথে বাধা দেওয়া বন্ধ করতে সম্মত হয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা অন্তত আমাদের জানিয়েছে যে, তারা আর যুদ্ধ করতে চায় না। তারা আত্মসমর্পণ করেছে। আমরা এই সিদ্ধান্তকে সম্মান করব এবং আমরা বোমা হামলা বন্ধ করব।’