দীর্ঘদিন ধরে পাকিস্তানে তথাকথিত ‘স্বাধীনতার লড়াই’ করে আসছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এরই মধ্যে বেশ কয়েকটি ভয়াবহ হামলা ঘটিয়েছে গোষ্ঠীটি।
তবে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে গোষ্ঠীটিকে ভারতপন্থি বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বলেছে, বিএলএ ভারতের হয়ে পাকিস্তানে ‘প্রক্সি যুদ্ধ’ করছে। খবর দ্য ডনের।
মঙ্গলবার (৬ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ দাবি করেছে।
বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ভারতীয় প্রক্সি তথাকথিত ‘বেলুচ লিবারেশন আর্মি’র সন্ত্রাসীরা মাচ এলাকায় একটি ইমপ্রোভাইজার বিস্ফোরক ডিভাইস দিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা চালায়। এতে সাত সেনা সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন- করাচির বাসিন্দা সুবেদার উমর ফারুক (৪২), কারাক জেলার বাসিন্দা নায়েক আসিফ খান (২৮), ওরাকজাই জেলার বাসিন্দা নায়েক মাশকুর আলী (২৮), লাক্কি মারওয়াত জেলার বাসিন্দা সিপাহী তারিক নওয়াজ (২৬), বাগ জেলার বাসিন্দা সিপাহী ওয়াজিদ আহমেদ ফয়েজ (২৮), কারাক জেলার বাসিন্দা সিপাহী মুহাম্মদ আসিম (২২) এবং কোহাট জেলার বাসিন্দা সিপাহী মুহাম্মদ কাশিফ খান (২৮)।
বিস্তারিত আসছে…………..