জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে উঠেছে। এরই ধারাবাহিকতায় ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানে চেনাব নদীর পানি প্রবাহ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। এতে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে পানির সংকট ভয়াবহ আকার নিচ্ছে।
মঙ্গলবার (৬ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, চেনাব নদীর পানিপ্রবাহ মাত্র ৩১০০ কিউসেকে নেমে এসেছে, যেখানে একদিন আগেও ছিল ৩৫ হাজার কিউসেক। বিষয়টি পাকিস্তানকে পূর্ব কোনো নোটিশ ছাড়াই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পাকিস্তানের সেচ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ভারত আমাদের প্রাপ্য পানি আটকে রেখে তাদের বাঁধ ও বিদ্যুৎ প্রকল্পে জমা করছে, যা সিন্ধু পানি চুক্তির সরাসরি লঙ্ঘন।”
চেনাব নদীর ওপর ভারতের তিনটি প্রধান পানিবিদ্যুৎ প্রকল্প হচ্ছে:
পাকাল ডুল ড্যাম – ১০০০ মেগাওয়াট, ধারণক্ষমতা ৮৮ হাজার একরফুট
বাগলিহার ড্যাম – ৯০০ মেগাওয়াট, ধারণক্ষমতা ৩.২১ লাখ একরফুট
সালাল ড্যাম – ৬৯০ মেগাওয়াট, ধারণক্ষমতা ২.২৮ লাখ একরফুট
এই প্রকল্পগুলোতে পানি জমা করাই পাকিস্তানে পানি সংকটের মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাকিস্তানি কর্মকর্তারা আশঙ্কা করছেন, যদি ভারত এই নীতিতে অটল থাকে, তবে আগামী ৪-৫ দিন চেনাবের পানিশূন্য পরিস্থিতিতে পড়তে পারে পাকিস্তান।
বিশেষজ্ঞরা বলছেন, এই পানিসংকট দুই দেশের মধ্যে কূটনৈতিক ও পরিবেশগত উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন উভয় দেশের রাজনৈতিক পরিবেশই অস্থির।